দিরাই প্রতিনিধি : দিরাইয়ে বেকার যুব মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে ৭ দিনব্যাপী হস্তশিল্প বিষয়ক ও ১০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কনফারেন্স কক্ষে হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধনপুর্ব আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ‘র সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুন-উর-রশীদ, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা আসাদ উল্লা প্রমুখ। হস্তশিল্প (পুতিঁর কাজ) বিষয়ক প্রশিক্ষণে উপজেলার মোট ৩৫ জন যুব মহিলা অংশ নেন।
এদিকে বেলা ৩ টায় দিরাই পৌর সদরের বাংলাদেশ ফিমেইল একাডেমীতে বেকার যুব মহিলাদের ১০ দিন মেয়াদি সেলাই বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লা। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুন-উর-রশীদ, ফিমেইল একাডেমীর অধ্যক্ষ নাজমা বেগম প্রমুখ। সেলাই প্রশিক্ষণে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।