জাতীয়সারাদেশ

জেলা পরিষদের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

কলম শক্তি ডেস্ক ঃ সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেছেন, সুনামগঞ্জ হচ্ছে রাজনীতি ও শিক্ষার উর্ব্বর জায়গা। এই জেলায় জন্ম নেয়া স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন আব্দুস সামাদ আজাদ, বিশিষ্ঠ পার্লামেন্টারিয়ান বাবু সুরজ্ঞিত সেনগুপ্ত, কমরেড বরুণ রায়, মরহুম হুমায়ূন রশিদ চৌধুরী ও বর্তমান পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের মতো ক্ষণজন্মা মানুষজন। তারা এই জেলার সন্তান হিসেবে সরকারের গুরুত্বপূর্ণ প্রতিনিধি হয়ে বর্হিবিশ্বে নেতৃত্ব দিয়ে এই জেলার সম্মানকে উজ্জল করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ র্দীঘদিন ধরে অসাম্প্রদায়িকতার চেতনা নিয়ে সরকার পরিচালনা করে দেশকে বিশ্বে একটি উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। বিশ্বের মধ্যে একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ তম স্থান অধিকার করেছেন। আজকে তার উন্নয়ন কর্মকান্ডকে বিশ্বের নেতারা অনুকরণ করছেন। আজ দেশের তৃণমূল জনগনের প্রত্যাশা গ্রামকে শহরে পরিণত করার লক্ষ্যে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতায়ন করা হয়েছে। রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা পরিষদ কর্তৃক জেলায় এসএসসি ও এইচএসসি পাশ মেধাবী শতাধিক ছাত্রছাত্রীর মাঝে নগদ অর্থ ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. আফতাব উদ্দিন আহমদ, সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, বাবু যোগেশ্বের দাস, জেলা পরিষদের সদস্য ফৌজি আরা বেগম শাম্মী, সদস্য মোঃ আব্দুল শহীদ প্রমুখ। পরে মেধাবী শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ও সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিরা।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap