জাতীয়

দিরাইয়ে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

দিরাই প্রতিনিধি ঃ- সুনামগঞ্জের দিরাইয়ে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধারা। গতকাল রোববার বেলা ১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, দিরাইয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের জন্য উপজেলা রোডে নয় শতাংশ ভূমি রেজিস্ট্রি করে কমপ্লেক্স নির্মানের জন্য সরকার উদ্যোগ গ্রহণ করে। কিন্তু নির্ধারিত স্থানে কমপ্লেক্স নির্মাণের বিরোধীতা করে হাইকোর্টে রীট পিটিশন করেন পার্শ্ববর্তী আনোয়ারপুর গ্রামের বাসিন্দা গোলাম সারোয়ার চৌধুরী গংরা। কোর্ট উক্ত জায়গার উপর স্থিতিবস্থা জারি করেন। এরপর থেকে বন্ধ হয়ে যায় এর নির্মাণ কার্যক্রম। গত ১৪-১১-১৯ তারিখে হাইকোর্টের রীট পিটিশন ৭৫৩৭/২০১৭ নথিদৃষ্টে দেখা যায় উক্ত স্থিতিবস্থা ২৩-১২-১৮ ইং তারিখের পর আর বর্ধিত করা হয়নি। যেহেতু স্থিতিবস্থার মেয়াদ বর্ধিত করা হয়নি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণে আর কোন বাধা নেই। জায়গার উপর হাইকোর্টের স্থিতিবস্থা বহাল নেই জানিয়ে সুপারিন্টেন্ট সাধারণ ও সংস্থাপন শাখা হাইকোর্ট বিভাগ থেকে প্রাপ্ত একটি কপি দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে সরবরাহ করা হলেও কমপ্লেক্স নির্মানের জন্য কার্যকর কোন পদক্ষেপ নেয়া হচ্ছেনা বলে অভিযোগ করেন মুক্তিযোদ্ধারা। দিরাইয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের জন্য প্রদক্ষেপ গ্রহণের জন্য সংবাদ সম্মেলনে দাবি জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন দিরাই পৌর কমান্ডার সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কানাইলাল রায়, নিপেশ তালুকদার, দয়াময় দাস, হরচরণ দাস, শশধর বিশ^াস, আবু ছালেহ মির্জা, অমর চান দাস, আব্দুল করিম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপদেষ্ঠা মুরাদ মিয়া, সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক রাহাত মিয়া রাহাত প্রমুখ।


Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap