দিরাই ভাটিবাংলা শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের মহান বিজয় দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার ঃ দিরাই ভাটিবাংলা শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের প্রধান পৃষ্ঠপোষক, যুক্তরাজ্যপ্রবাসী, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যারিস্টার ফখরুল ইসলাম চৌধুরী শামীমের সহযোগিতায় নানা আয়োজনে মহান বিজয় দিবস২০১৯ উদযাপন করেছে সংগঠনটি। এ উপলক্ষে সকাল দশটায় সংগঠনের দিরাই প্লাজাস্থ কার্যালয় থেকে বিজয় দিবসের সাজে সজ্জিত একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এরপর সংগঠনের কার্যালয়ে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আবদাল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুজ্জামান লিকসনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কাশেম চৌধুরী, সহ-সভাপতি আবুল কাশেম, সম্পাদক সাংগঠনিক সম্পাদক আশিক সরকার, নির্বাহী সদস্য মনোয়ার হোসেন রাজিব, বাউলিয়ানা ফয়সাল, মোশারফ মিয়া, রাহুল দাস, মনির আহমদ, এরশাদ চৌধুরী, হাদি চৌধুরী, আবুল বাশার, বশর মিয়া প্রমুখ।