মহান বিজয় দিবসে দিরাই প্রেসক্লাবের শোভাযাত্রা পুষ্পস্তবক অর্পণ

স্টাফ রিপোর্টারঃঃ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও বিজয় শোভাযাত্রা করেছে দিরাই প্রেসক্লাব। সোমবার সুর্যোদয়ের সাথে প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটনের নেতৃত্বে দিরাই প্রেসক্লাব থেকে একটি বিজয় শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে দিরাই মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দরা। শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লালবাঁশি দাস, অনলাইন প্রেসক্লাবের সভাপতি, সাবেক পৌর কাউন্সিলর ইয়াহিয়া চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি ইকবাল আহমদ, সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সজীব রশীদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, নির্বাহী সদস্য রুকনুজ্জামান জহুরী, কোষাধ্যক্ষ শেখ মো. আল-আমিন প্রমুখ।