দিরাইয়ে আওয়ামীলীগের মহান বিজয় দিবস পালন

দিরাই প্রতিনিধি :: দিরাইয়ে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে। র্যালিতে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সহসভাপতি সোহেল আহমদ, সিরাজউদদৌলা তালুকদার, ছাদ উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, আওয়ামীলীগ নেতা ও দিরাই ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আসাদ উল্লা, আওয়ামীলীগ নেতা হাফিজুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, দপ্তর সম্পাদক বিকাশ রায়, উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন রায়, উপজেলা কৃষকলীগ আহবায়ক তাজুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি শাহজাহান সর্দার, উপজেলা যুবলীগ নেতা ও পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, যুবলীগ নেতা ফারুক সরদার, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, রিপা সিনহাসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।