সারাদেশ

দিরাইয়ে করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতামুলক প্রচারণা

স্টাফ রিপোর্টার : দিরাইয়ে করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতামুলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। ফেইসবুকভিত্তিক সমাজসেবী সংগঠন দিরাই থানা পাবলিক গ্রুপের উদ্যোগে ৩ দিনব্যাপী প্রচারণার প্রথম দিনে দিরাই পৌরসদরের দিরাই সরকারি কলেজ, সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিক ইন্সটিটিউট ও সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজে মাস্ক, লিফলেট বিতরণ ও সচেতনতামুলক সভা করেছে গ্রুপের সদস্যরা। সংগঠনের সদস্যরা জানান, করোনা ভাইরাস নামক সংক্রমনে চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে বহু মানুষ আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। বাংলাদেশে এই ভাইরাসের কোনো অস্তিত্ব পাওয়া না গেলেও বিশ্ব সাস্থ্য সংস্থার পরামর্শ অনুসরণ করে প্রাণঘাতি করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিরাই থানা পাবলিক গ্রুপ তিনদিনব্যাপী সচেতনতামুলক প্রচার কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে। প্রচারণাকালে উপস্থিত ছিলেন দিরাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার দাস, সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের অধ্যক্ষ মিহির রঞ্জন দাস, সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শাখাওয়াত হোসেন, প্রভাষক সন্দিপন দাস, প্রভাষক অঞ্জন দাস, প্রভাষক মিজানুর রহমান পারভেজ, প্রভাষক গুণসিন্ধু বৈষ্ণব, প্রভাষক লিংকন ভৌমিক, প্রভাষক ধ্রুব রঞ্জন দাস, প্রভাষক খালেদা বেগম, প্রভাষক জুয়েল রায়। আরও উপস্থিত ছিলেন দিরাই থানা পাবলিক গ্রুপের সহ অর্থ সম্পাদক হাফিজ লোকমান, তথ্য প্রযুক্তি সম্পাদক রোম্মান আহমদ, পরিবেশ বিষয়ক সম্পাদক লিমন আহমেদ, সহ পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সায়েম, সহ সমাজকল্যাণ সম্পাদক ইজাজুর রহমান ফাহিম, সহ সাংস্কৃতিক সম্পাদক আমজাদ সরদার প্রমুখ। উল্লেখ্য, চীনের উহান প্রদেশ থেকে সৃষ্টি হওয়া বর্তমান বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী প্রাণঘাতি ভাইরাসের নাম করোনাভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে, এখনো হাজার হাজার লোক আক্রান্ত হচ্ছে। বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটা দেশ এই ভাইরাস থেকে রক্ষা পাবার জন্য চীনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চেষ্টা অব্যাহত রেখেছে। আতঙ্কের বিষয় হচ্ছে এই ভাইরাসের এখনো কোনো প্রতিষেধক বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap