জাতীয়

দিরাইয়ে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু

দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ আহত এলাইছ মিয়া (৫০) মারা গেছেন। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত এলাইছ মিয়া কালধর গ্রামের আবদুল ওয়াহিদ (লেদু মিয়া) এর ছেলে। এলাইছ মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য শাহাব উদ্দিন । এর আগে গত রোববার ঘটনার দিন আমির উদ্দিন গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই প্রাণ হারান। উপজেলার জগদল ইউনিয়নের কালধর গ্রামে সংঘর্ষের এই ঘটনায় প্রতিপক্ষের বন্দুকের গুলিতে এ পর্যন্ত ২ জন নিহত ও ১৩ জন গুলিবিদ্ধসহ আহত হন অন্তত: ২০ জন। ঘটনার দিন বন্দুকসহ আটক ফারুক মিয়াকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরন করা হয়। তিনি একই গ্রামের মৃত হাজী আবদুল আলীর ছেলে। এদিকে নিহত আমির উদ্দিনের সহোদর কুতুব উদ্দিন বাদী হয়ে গ্রেফতাকৃত প্রধান আসামী ফারুক মিয়াসহ ৩১ জনের বিরুদ্ধে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই ফাত্তাহ। গ্রামবাসীরা জানান, গ্রামের ফারুক মিয়া, মিলিক মিয়া, মনু মিয়া ও আওয়াল মিয়ার কাছে গ্রাম উন্নয়ন ফান্ডের প্রায় ১০-১২ লাখ টাকা নিয়ে গ্রামবাসীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে ইউপি চেয়ারম্যানসহ এলাকাবাসী কয়েকবার সালিশ-বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করলেও তারা ব্যর্থ হন। এনিয়ে রোববার সকালে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসস্ত্রসহ উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান আমির উদ্দিন।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap