সারাদেশ

আওয়ামীলীগ নেতা সামছুল হক চৌধুরী’র পিএইচডি ডিগ্রি লাভ

বিশেষ প্রতিবেদক ঃ বাংলাদেশ আওয়ামীলীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য, শিক্ষাবিদ, সমাজ সেবক অ্যাডভোকেট মো: সামছুল হক চৌধুরী সম্প্রতি লন্ডনের ইউনিভার্সিটি অব গ্রীনউইচ থেকে ডেভলপমেন্ট স্টাডিজ বিষয়ে পিএইচডি ডিগ্রী লাভ করেন। তাঁর গবেষণার বিষয় ছিল A Study On Good Governance, Democracy And Development: Challenges For Digital Bangladesh.

মো:সামছুল হক চৌধুরী ১৯৭০ খিস্টাব্দে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ৭নং জগদল ইউনিয়নের নোয়াপাড়া-দৌলতপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। শিক্ষানুরাগী শাহাব উদ্দিন আহমদ চৌধুরী এবং ফাতেমা বেগম চৌধুরীর চতুর্থ সন্তান তিনি। দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পাঠশালা পাস করার পর জগদীশপুর সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখা পড়া করেন। এরপর তিনি ১৯৮৬ সালে জগদল আলফারুক দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৮৮ সালে সিলেট সরকারী মুরারীচাঁদ কলেজ থেকে এইচএসসি, ১৯৯০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ১৯৯৬ সালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ঢাকা বিশ্বিবিদ্যালয়ের অধীনে এম এ পাশ করেন। সামছুল হক চৌধুরী সামাজিক ও রাজনৈতিকভাবে বিশেষ অবদান রাখায় ইতোমধ্যে বেশ কিছু সম্মাননা অর্জন করেছেন। এরমধ্যে অতীশ দীপংকর স্মৃতি ফাউন্ডেশন থেকে ‘সনদপত্র’ এবং ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি ফাউন্ডেশন থেকে ‘সম্মাননা পত্র’ উল্লেখযোগ্য। মো. সামছুল হক চৌধুরীর তাঁর পিতা মরহুম আলহাজ্ব শাহাব উদ্দিন চৌধুরী’র নামে পারিবারিকভাবে একটি ওয়েল ফেয়ার ট্রাস্ট গঠন করে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

কলম শক্তি ডটকমকে তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসেবে ছাত্রজীবন থেকে ছাত্রলীগ ও পরবর্তীতে আওয়ামীলীগের রাজনীতির সাথে বিগত ৩৪ বছর ধরে ওতোপ্রোতভাবে জড়িয়ে আছি। ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, ১/১১ জননেত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলন থেকে শুরু করে আওয়ামীলীগের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে দেশে ও প্রবাসে সক্রিয় ভূমিকা রেখেছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি সকলের দোয়া আশীর্বাদ কামনা করেছেন।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap