
দিরাই প্রতিনিধি : দিরাইয়ে নদী থেকে অজ্ঞাতনামা অনুমান ২ বছর বয়সী এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম পরিচয় জানা যায়নি। বুধবার বিকাল ৩ টায় দিরাই পৌর এলাকার ব্রাক অফিস সংলগ্ন কালনী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। দিরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন নদীতে ভাসমান একটি লাশ দেখতে পেয়ে দিরাই থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয় লোকজন জানান, দিরাই বাজারের এক মানসিক ভারসাম্যহীন (পাগলী) মহিলার একটি শিশু সন্তান নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। লাশটি ওই মানসিক ভারসাম্যহীন মহিলার শিশু বলেই ধারণা করছেন তারা। দিরাই থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল নদী থেকে শিশুর ভাসমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।