জাতীয়সারাদেশ

দিরাইয়ে হাওররক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন

দিরাই প্রতিনিধি : দিরাইয়ে হাওররক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরের দিকে উপজেলার চাপতির হাওর উপপ্রকল্পের প্রকল্প নং- ৮২ ও ৮২ (ক) এর কাজ শুরুর মধ্য দিয়ে হাওর রক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাওর রক্ষা বাঁধ (কাবিটা) প্রকল্প বাস্তবায়ন উপজেলা কমিটির সভাপতি মো. সফি উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, দিরাই থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল, দিরাই পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রিপন আলী, উপজেলা কৃষকলীগের আহবায়ক তাজুল ইসলাম, ইউপি সদস্য চাঁন মিয়া চৌধুরীসহ পিআইসি সদস্যরা। উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ বলেন, এই এলাকার কৃষকের জীবন জীবিকার একমাত্র অবলম্বন একফসলি বোরো ফসল। বন্যার হাত থেকে বোরো ফসল রক্ষায় হাওর রক্ষা বাঁধ নির্মাণ কাজে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করা হবে। চলতি ডিসেম্বর মাসের মধ্যেই উপজেলার সবগুলো হাওর রক্ষা বাঁধে কাজ শুরু হবে বলে জানান ইউএনও।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap