সারাদেশ
রাতে রাস্তায় রাস্তায় ঘুরে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও

ছাতক (সুনামগঞ্জ ) প্রতিনিধি ঃ সুনামগঞ্জের ছাতকে রাতে রাস্তায় রাস্তায় ঘুরে শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কিবরিয়া। বৃহস্পতিবার রাত ১০টায় ছাতক পৌর সদরের রেলওয়ে স্টেশন, মধ্য বাজার ও হাসপাতালসহ বিভিন্ন সড়কে ঘুরে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এসময় সাথে ছিলে ইউআরসি আহসান হাবিব, দৈনিক কালের কন্ঠের দিরাই-শাল্লা প্রতিনিধি আবু হানিফ চৌধুরীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। শীতবস্ত্র বিতরণে হাসপাতালে অবস্থানকালে রোগীদের চিকিৎসার খবর নেন এবং গরীব রোগীদের হাতে সরকারি অনুদানের কম্বল তুলে দেন ইউএনও।