দিরাইয়ে বজ্রপাতে নিহত দুই ভাইয়ের পরিবারকে প্রবাসী সংগঠনের অনুদান

নিজস্ব প্রতিবেদক :: হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিহত সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামের সহোদর ফখরুল ইসলাম ও ফজলুল করিমের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সমাজসেবক রেজাউল করিম চৌধুরী ও মুশাহিদ মিয়ার সার্বিক প্রচেষ্টায় সুনামগঞ্জ জেলা জনকল্যাণ সমিতি নিউজার্সি যুক্তরাষ্ট্র এবং নিউজার্সি বাঙালি কমিউনিটির কিছু মহৎপ্রাণ মানুষের সহযোগিতায় এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। শুক্রবার নিহতদ্বয়ের পরিবারের কাছে সহায়তার নগদ ১লক্ষ ৯২ হাজার ৩৯২ টাকা তুলে দেন ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কাজী। এসময় উপস্থিত ছিলেন, ভাটিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পাখি চৌধুরী, সাধারণ সম্পাদক সিরাজ চৌধুরী, প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক সহ স্থানীয় লোকজন। উল্লেখ্য, এরআগে সুনামগঞ্জ জেলা জনকল্যাণ সমিতির উদ্যোগে উর্দনপুর গ্রামের হতদরিদ্র ফজির ইসলামকে ১লক্ষ টাকায় একটি মালবাহী ট্রলি অনুদান প্রদান করা হয়। সুনামগঞ্জ জেলা জনকল্যাণ সমিতি নিউজার্সি যুক্তরাষ্ট্রের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সংগঠনের সভাপতি, সম্পাদক ও বাঙালি কমিউনিটি নেতৃবৃন্দের ভূয়সী প্রশংসা করেছেন এলাকাবাসী।