কেন্দ্রীয় আ.লীগের সম্মেলন ; আলোচনায় সুনামগঞ্জের পাঁচ নেতা

কলম শক্তি ডেস্ক ঃ বাংলাদেশ আওয়ামী লীগের দুই দিন ব্যাপি ২১তম সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার সম্মেলনের উদ্বোধন করেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দিনের অধিবেশনে যোগ দেন সারা দেশ থেকে আসা কাউন্সিলর ও ডেলিগেটরা। শনিবার দলটির কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। সম্মেলনের কাউন্সিল অধিবেশনকেই গুরুত্বপূর্ণ ভাবা হয়। কাউন্সিল অধিবেশন থেকেই দলটির পরবর্তী নেতৃতৃ¦ ঘোষণা করা হবে। দলটির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেতে সুনামগঞ্জের বেশ কয়েক জন নেতার নাম শোনা যাচ্ছে। স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত আব্দুস সামাদ আজাদ ও সাবেক রেলপথমন্ত্রী প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের পরে সুনামগঞ্জ জেলা থেকে কেউ আর কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পান নি। তাই নেতাকর্মীদের ধারণা এবারের সম্মেলনে সুনামগঞ্জের এক বা একাদিক নেতা কেন্দ্রে স্থান পেতে পারেন। তবে সামাদ-সুরঞ্জিতের পর বর্তমান পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান কার্যনির্বাহী সদস্য ছিলেন। যারা কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া নিয়ে যারা আলোচনায় আছেন তারা হলেন, কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান, জেলা আ.লীগের সভাপতি মতিউর রহমান, প্রয়াত সুরিঞ্জত সেন গুপ্তের স্ত্রী সাংসদ জয়া সেন গুপ্তা, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত আব্দুস সামাদ আজাদের পুত্র আজিজুস সামাদ ডন। এর মধ্যে এমএ মান্নান ও মতিউর রহমান সভাপতিমন্ডলীর সদস্য এবং ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ও আজিজুস সামাদ ডন আছেন সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায়। এছাড়া জয়া সেন গুপ্তা দলের কোন সম্পাদকীয় পদে আসতে পারেন।