সারাদেশ
জুনাবুর রহমান চৌধুরীর মৃত্যুতে দিরাই পৌর যুবলীগের শোক

দিরাই পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব আহমদ চৌধুরীর পিতা, সালিশ ব্যক্তিত্ব জুনাবুর রহমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দিরাই পৌর যুবলীগের নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আহমদ ও সাধারণ সম্পাদক জুয়েল মিয়া কলম শক্তি ডটকমকে দেওয়া বিবৃতিতে এই শোক জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, শুক্রবার রাত ১২ টা ১০ মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেন জুনাবুর রহমান চৌধুরী। তার নামাজে জানাযা শুক্রবার বাদ জুমঅা সুজানগর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরীসহ জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। বিজ্ঞপ্তি