মহান স্বাধীনতা দিবসে দিরাই শাল্লাবাসীকে ব্যারিস্টার শামীমের শুভেচ্ছা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিরাই শাল্লাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দিরাইস্থ ভাটিবাংলা শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীম। বিবৃতিতে তিনি বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ। বাঙালি জাতির জীবনে অনন্যসাধারণ একটি দিন। সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় দিনটি। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী স্বাধিকারের দাবিতে জেগে ওঠা নিরীহ বাঙালির ওপর চালিয়েছিল নির্মম হত্যাযজ্ঞ। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তারের আগমুহূর্তে ২৬ মার্চের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তিনি বলেন, লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। এই অর্জনকে অর্থবহ করতে সবাইকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও দেশের সব নাগরিক এবং প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীম। (বিজ্ঞাপন)