দিরাইয়ে নগদ টাকাসহ ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি

নিজস্ব প্রতিনিধি :: দিরাইয়ে সৌদি প্রবাসী এক মহিলার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা সংঘটিত হয়েছে। চোরেরা বসত ঘরের পেছনের টিনের দরজা কেটে ঘরে থাকা তিনটি মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকাসহ কাপড়ছোপড় নিয়ে গেছে। গত ২০ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাত ১১ টা থেকে ভোর রাত ৪ টার মধ্যে কোন এক সময়ে উপজেলার রাজানগর ইউনিয়নের রাজানগর গ্রামের প্রবাসী মনোয়ারা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার ২০ দিন পুর্বে ওই মহিলা ছুটিতে দেশে আসেন। ঘটনার বিষয়ে প্রবাসী মহিলার স্বামী মুহিবুর রহমান বাদী হয়ে দিরাই থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন দিবাগত রাতে পরিবারের লোকজন খাওয়াদাওয়া শেষে যার যার কক্ষে ঘুমিয়ে পড়েন। ভোররাত ৪টার দিকে গৃহকর্তা প্রশ্রাব করার প্রয়োজনে ঘুম থেকে জেগে দরজা খোলা দেখে চুরির বিষয়টি বুঝতে পারেন। মহিবুর রহমান জানান, চোরেরা আমাদের বিছানার শিয়রে থাকা ২ টি স্মার্টফোন ও একটি বটম মোবাইল, সুটকেসে রক্ষিত নগদ ৫০ হাজার টাকা, আমার স্ত্রীর স্বর্ণালংকারসহ কাপড়ছোপড় নিয়ে যায়। সকালে আমাদের বসত বাড়ি সংলগ্ন মাদ্রাসা মাঠে চুরি হওয়া সুটকেস চেইন খোলা ও মালামালবিহীন অবস্থায় খালি পাওয়া গেছে। দিরাই থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষযটি খতিয়ে দেখা হচ্ছে।