জাতীয়

দিরাইয়ে ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমানের উপর সন্ত্রাসী হামলা আটক ৩

নিজস্ব প্রতিনিধি ঃ- সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদারের উপর হামলা করেছে সন্ত্রাসীরা। রোববার বিকেলে দিরাই থেকে মোটর সাইকলযোগে বাড়ী যাওয়ার পথে বরাম হাওরের কাদিরপুর গ্রামের উত্তরপ্রান্তে এ ঘটনা ঘটে। এসময় পথচারী ও হাওরে কাজে থাকা কৃষকদের সহায়তায় তিনজনকে আটক করে রাখলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যানকে উদ্ধার করে ও আটককৃতদের থানায় নিয়ে আসে। আটককৃতরা হলো উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া মোকাম হাটির মৃত আব্দুর রকিবের পুত্র শাহানুর (২২), শফিক মিয়ার পুত্র আল আমিন (২৩), ছলুক মিয়ার পুত্র সোহাগ (২৩)। ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, ত্রিপল মার্ডার মামলার আসামী হাতিয়া গ্রামের সুবেল মিয়ার নেতৃত্বে ১০/১২ জন আমার উপর হামলা করেছে। তিনি বলেন, এরা আমার নির্বাচনী প্রতিপক্ষ, আমাকে খুন করার উদ্দেশ্যই হামলা করেছিল। এসময় হাওরে কাজে থাকা লোকজন ও পথচারিরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও একটি মোটর সাইকেলসহ তিনজনকে আটক করা হয়।

খবর পেয়ে দিরাই থানা পুলিশ সেখানে গিয়ে চেয়ারম্যানকে উদ্ধার করে আটকৃতদের থানায় নিয়ে আসে। দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যানকে উদ্ধার ও একটি মোটর সাইকেলসহ তিনজনকে আটক করে নিয়ে আসা হয়েছে। চেয়ারম্যান মামলা দিলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap