বিশেষ কলামসারাদেশ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ইউপি চেয়ারম্যান রেজুয়ান

গত ২১ ডিসেম্বর অনলাইন গণমাধ্যমে ‘দিরাইয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, পরিবহন শ্রমিকদের ধর্মঘট’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন দিরাই রফিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজুয়ান হোসেন খান। সংবাদে পরিবহন শ্রমিকদের বক্তব্যকে সম্পুর্ন বানোয়াট উল্লেখ করে প্রতিবাদ বিবৃতিতে চেয়ারম্যান বলেন, আমার ইউনিয়নের রফিনগর গ্রামের এক মহিলাকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রামের মোটরসাইকেল চালক লিটন বিদেশে পাঠানোর নাম করে দেড় লক্ষ টাকা হাতিয়ে আত্মসাৎ করে এবং বিভিন্ন প্রয়োজনের কথা বলে সিলেট ঢাকা নিয়ে ওই মহিলার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এ বিষয় নিয়ে লিটন ও মহিলার মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। মোবাইল ফোনে দুজনের কথা-কাটাকাটির জের ধরে লিটন মহিলাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে মহিলার পিত্রালয় আনোয়ারপুর গ্রামে আসে। এসময় মহিলা লিটনের মোটরসাইকেল আটক করে রাখে। মহিলা, ইউপি সদস্য ও এলাকার মুরুব্বিগণ আমাকে এ ঘটনা জানানোর পরই আমি বিষয়টি অবগত হই। আমি পাথারিয়ার মুরুব্বিদের ফোন দিয়ে বলি, আপনারা আসুন আমরা বসে বিষয়টা দেখি। কিন্তু এতে তারা আগ্রহ দেখাননি। আমাদের এলাকার দুলাল মিয়া নামে একজন মোটরসাইকেল চালক যাত্রী নিয়ে পাথারিয়া গেলে লিটন ও তার সহযোগীরা মারধর করে তার মোটরসাইকেল জোরপূর্বক ছিনিয়ে নেয়। শুধু তাই নয় তারা একজোট বেধে ঘোষণা দিয়ে পাথারিয়া বাংলাবাজার সড়কে সবধরনের যান চলাচল বন্ধ করে দেয়। নারী কেলেংকারী ও অর্থ আত্মসাতের ঘটনা ভিন্নখাতে প্রবাহের উদ্দেশ্যেই লিটন তার সহযোগীদের নিয়ে আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনে ও যান চলাচল বন্ধ করে দেয়। একটি অভ্যন্তরীণ অপরাধজনিত বিষয়কে তারা ভিন্ন ভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। চেয়ারম্যান বলেন, সুনামগঞ্জ জেলা সিএনজি ট্যাক্সিক্যাব মালিক সমিতি নিযুক্ত ম্যানাজার বাংলাবাজারে দায়িত্ব পালন করেন, উনাকে জিজ্ঞেস করে দেখুন, চাঁদা দাবি দূরে থাক, আমি কখনো ওই স্ট্যান্ডের আশেপাশেও যাইনি। তিনি আরও বলেন, শুধু রফিনগর ইউনিয়ন নয়, এসড়কে যাতায়াতকারী এই এলাকার প্রতিটি মানুষ, বিভিন্ন যানবাহন চালক বছরের পর বছর ধরে পাথারিয়ার মোড়ে লিটন ও তার সহযোগীদের হাতে অবর্ণনীয় অত্যাচার সয়ে আসছেন। তারা স্থানের ক্ষমতা দেখায়, কারণ আমাদের এপথে চলতে হয়। দুলাল মিয়ার মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার ঘটনার পর থেকে রফিনগরের মোটরসাইকেল চালকরা ভয়ে আতংকে স্বেচ্ছায় এপথে যাচ্ছেন না। প্রশাসন ও পরিবহন সমিতিকে এ ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহবান জানান তিনি। বিজ্ঞপ্তি

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap