স্টাফ রিপোর্টার ঃ ঢাকায় অনুষ্ঠিত ‘ বজ্রপাত ঝুঁকি নিরসন ও করণীয় শীর্ষক’ গোলটেবিল বৈঠকে অংশ নিয়েছেন দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী ও অ্যাডভোকট রিপা সিনহা। বুধবার ঢাকার স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে ব্রাক হিউম্যানিটেরিয়ান প্রোগ্রাম আয়োজিত এ গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। অ্যাডভোকেট রিপা সিনহা জানান, সবার মধ্যে সচেতনতা ও সতর্কতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা, গাছ লাগানো বিশেষ করে তাল গাছ রোপণসহ বজ্রপাতের ঝুঁকি নিরসনের বিভিন্ন উপায় নিয়ে গোলটেবিল বৈঠকে বিশদ আলোচনা হয়েছে। প্রাপ্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দিরাইয়ে বজ্রপাতের ঝুঁকি নিরসনে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন তিনি। বজ্রপাতে ক্ষতিগ্রস্থ দিরাই উপজেলার মাটিয়াপুর গ্রামের মো. হোসেন মিয়া, ইসলামপুর গ্রামের সাইদুর রহমান ওই গোলটেবিল বৈঠকে যোগ দিয়েছেন।