স্টাফ রিপোর্টার ঃ শিশুর দৈহিক, মানসিক, সামাজিক, নৈতিক, মানবিক ও নান্দনিক বিকাশ ঘটানো এবং তাদের দেশাত্মবোধ, বিজ্ঞানসম্মত সৃজনশীলতা ও উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করার প্রত্যয় নিয়ে ‘দিরাই চারুকলা নিকেতন’ নামে একটি প্রতিষ্ঠান পথচলা শুরু করেছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গঠন করার লক্ষ্যে বুধবার সন্ধ্যায় উপজেলা রোডস্থ দিরাই আর্ট ঘরে সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা মণ্ডলীগণ হলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, দিরাই সরকারি কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, সুরমা কলেজের প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কলম শক্তি ডটকম সম্পাদক মোশাহিদ আহমদ, ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হান্নান অর রশীদ, শিক্ষক মোজাম্মেল হক।
কার্যনির্বাহী কমিটিতে সভাপতি শেখ সারোয়ার আহমদ, সহসভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক ফখরুল আমিন চৌধুরী বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ বাপ্পী আচার্য, নির্বাহী সদস্য প্রধান শিক্ষক গোলাম রব্বানী, সদস্য শিক্ষক জোনাকি আক্তারকে মনোনীত করা হয়েছে।