দিরাইয়ে বিজয় দিবস প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিরাই প্রতিনিধি ঃ দিরাইয়ে বিজয় দিবস প্রমীলা ফুটবল টুর্নামেন্ট-২০১৯ উদ্বোধন হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় দিরাই স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ ও দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া। স্থানীয় স্বপ্নচূড়া যুব সংঘের উদ্যোগে সারাদেশের ৮ টি প্রমীলা ফুটবল দল নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। দলগুলো হলো চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার কায়সার স্মৃতি প্রমীলা ফুটবল দল, রাঙ্গামাটি জেলা দল, নারায়নগঞ্জ জেলা দল, হবিগঞ্জ জেলা দল, ভৈরব বাজার দল, সিলেট জেলা দল ও স্থানীয় স্বপ্নচূড়া স্পোটিং ক্লাব দুটি গ্রুপে অংশগ্রহন করেছ। উদ্বোধনী খেলায় স্বাগতিক স্বপ্নচূড়া স্পোটিং ক্লাব দিরাই ও চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার কায়সার স্মৃতি প্রমীলা ফুটবল দল মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়। ট্রাইবেকারে দিরাই দল ৩-১ ব্যবধানে বিজয়ী হয়। এরপর দিনের অন্য খেলায় ভৈরব বাজার দলকে ২-০ ব্যবধানে হবিগঞ্জ জেলা দল এবং নারায়নগঞ্জ জেলা দলকে ১-০ ব্যবধানে রাঙ্গামাটি দল পরাজিত করে বিজয়ী হয়। আগামীকাল দুপুর ২ টায় টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা, দিরাই উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক এহসান মিয়া, শিক্ষক গোলাম মোস্তফা রুমী, প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক, ফেডারেশনের তালিকাভূক্ত সাবেক আরচারী খেলোয়ার জয়ন্ত কুমার সরকার, অনলাইন প্রেসক্লাবের নির্বাহী সদস্য রুকনুজ্জামান জহুরীসহ বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত ক্রীড়া ব্যক্তিত্বগণ।