জামালগঞ্জের কৃষকের মুখে হাসি ফোটাতে চাই – ইউএনও প্রিয়াঙ্কা পাল

জামালগঞ্জ প্রতিনিধি : জামালগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল বলেছেন, ২০১৭ সালের কাবিটা নীতিমালা অনুযায়ী চলতি বছরেও সুষ্ঠু ও সফলভাবে বাঁধ, বেরিবাঁধ ও মেরামত তদারকি করার জন্য পিআইসিদের কাজের প্রতি আপনাদের লক্ষ্য রাখতে হবে। হাওর নিয়ে কোন ধরনের অন্যায়কে আমি প্রশ্রয় দিবনা।যদি আপনাদের চোখে কোন অনিয়ম ধরা পরে,আমাকে জানালে সাথে সাথে ব্যবস্তা নিবো।আমি আপনাদের সহযোগিতা নিয়ে জামালগঞ্জের কৃষকের মুখে হাসি ফোটাতে চাই। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে হাওরের ফসল রক্ষাবাঁধ নির্মাণ কাজে সহযোগিতা চেয়ে মতবিনিময় করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, কাবিটা প্রকল্পের বাস্তবায়ন কমিটির সদস্য সচিব পাউবোর প্রতিনিধি উপ-সহকারী প্রকৌশলী রেজাউল কবির, প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সাংবাদিক ফোরাম সভাপতি ওয়ালীউল্লাহ্ সরকার, আব্দুল আহাদ, হাবিবুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, জিয়াউর রহমান,দীল আহমদ, সাইফুল্লাহ, বাদল রায়, বিশ্বজিৎ প্রমুখ।