সুনামগঞ্জে কুটুম বাড়িসহ ৪ রেষ্টুরেন্টকে জরিমানা
ডেস্ক রিপোর্ট ঃ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে সুনামগঞ্জ শহরের নামকরা বেশ কয়েকটি রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জ ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক মো.ফয়েজ উল্লাহ। অভিযানের অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরী ও অপরিচ্ছনতার কারণে শহরের চারটি রেস্টুরেন্টকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শহরের পুরাতন বাস ষ্টেশনে সিলেটের চেইন রেস্টুরেন্ট পানসীকে ১০ হাজার টাকা, ভাই ভাই রেস্টুরেন্টকে ৮ হাজার টাকা, শহরের কাজীর পয়েন্ট এ কুটুম বাড়ি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা। এ ছাড়া ভোক্তা ওবায়দুর রহমান কুবাদের অভিযোগের ভিত্তিতে কুটুম বাড়ি রেস্টুরেন্টকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ঐ জরিমানার ২৫ শতাংশ ভোক্তাকে প্রদান করা হয়। জরিমানার ব্যাপারে সত্যতা নিশ্চিত করেন সুনামগঞ্জ ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক মো.ফয়েজ উল্লাহ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরী ও অপরিচ্ছনতার কারণে সুনামগঞ্জের ৪ টি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে।