সারাদেশ

দিরাই রাজানগর ইউনিয়ন জনকল্যাণ গ্রুপের ‘সম্প্রীতি উৎসব’

দিরাই প্রতিনিধি ঃ- “এসো মিলিত হই সম্প্রীতির বন্ধনে” স্লোগান নিয়ে সামজিক যোগাযোগমাধ্যম ফেসবুকভিত্তিক সংগঠন দিরাই রাজানগর ইউনিয়ন জনকল্যাণ গ্রুপের উদ্যোগে সম্প্রীতি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এউপলক্ষ্যে বৃহস্পতিবার গচিয়া সামসুদ্দিন সিকন্দর উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপি ক্রীড়া, বির্তকসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর বিকাল সাড়ে ৪ টায় পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে গ্রুপের পরিচালক যুক্তরাজ্য প্রবাসী কামরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজানগর কেসিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকেশ রঞ্জন দাস, গচিয়া সামসুদ্দিন সিকন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দোলন রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা খুবই গুরুত্বপূর্ণ। এসব চর্চায় শিক্ষার্থীদের শারিরীক ও মানসিক বিকাশ ঘটায়। সম্প্রীতির এই উৎসব ইউনিয়নবাসীর মধ্যে সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি শিক্ষা ও সামজিক আন্দোলনকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে, ত্বরান্বিত হবে উন্নয়ন।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap