সারাদেশ
দিরাই সরকারি কলেজ রোভার স্কাউটের উদ্যোগে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার ঃ দিরাই সরকারি কলেজ রোভার স্কাউটের উদ্যোগে করোনা সংকটে কর্মহীন ৪০ টি দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার দিনব্যাপী সিনিয়র রোভার মেট শরীফ রাব্বানীর নেতৃত্বে উপজেলার ধাপকাই, উমেদনগর, কদম্বতলী, জকিনগর, কাইমা, কেজাউরা, গ্রামের ৪০ টি পরিবারের মধ্যে এই ত্রাণ বিতরণ করে রোভার স্কাউটের সদস্যরা। বিতরণকালে উপস্থিত ছিলেন দিরাই সরকারি কলেজের আই.সি.টি. বিভাগের প্রভাষক মিজানর রহমান পারভেজ, রাজানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম, ৮নং ওয়ার্ডের সদস্য মসদ্দর মিয়া, ৯নং ওয়ার্ডের সদস্য আজাদ মিয়া, ২নং ওয়ার্ডের সদস্য অভিজিত তালুকদারসহ রোভার স্কাউটের সদস্যবৃন্দ। এতে আর্থিক সহযোগীতা প্রদান করেন দিরাই সরকারি কলেজের অধ্যক্ষ, প্রভাষক ও কলেজের শিক্ষার্থী’রা।