খেলাধূলাসারাদেশ

প্রমীলা ফুটবলের অগ্রযাত্রা ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে – ইউএনও সফি উল্লাহ

দিরাই প্রতিনিধিঃ দিরাইয়ে বিজয় দিবস প্রমীলা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে হবিগঞ্জ জেলা দলকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাঙ্গামাটি জেলা দল। শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ৩ টায় দিরাই স্টেডিয়াম মাঠে অনুষ্টিত জমজমাট এ ফাইনাল উপভোগ করেন হাজারো দর্শক। এর আগে গত ২৫ ডিসেম্বর দিরাই স্বপ্নচূড়া যুব সংঘের আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চলের আটটি দলের অংশগ্রহনে শুরু হয় এই টুর্নামেন্ট। তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ এই টুর্নামেন্টে নিজেদের যোগ্যতার পরিচয় দিয়ে ফাইনালে জায়গা করে নেয় রাঙ্গামাটি ও হবিগঞ্জ জেলা দল। ফাইনাল ম্যাচ শেষে অনুষ্টিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জয়ন্ত কুমার সরকারের সঞ্চলনায় বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সফি উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন কুমার রায়, উপজেলা কৃষকলীগের আহŸায়ক তাজুল ইসলাম, পৌর কাউন্সিলর বিশ্বজিৎ রায়, সবুজ মিয়া, প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক, মিজানুর রহমান পারভেজ, শিক্ষক গোলাম মোস্তফা সর্দার রুমী, বিশ্বজিৎ চৌধুরী, যুবলীগ নেতা রুবেল সর্দার, আব্দুল কাইয়ুম, রতন সূত্রধর প্রমুখ। টুর্নামেন্টে সেরা খেলোয়ার রাঙ্গামাটি দলের মানুচিং মারমা, সেরা গোলকিপার দিরাই স্বপ্নচূড়ার ডেইজি, সেরা গোলদাতা রাঙ্গামাটি দলের মালিনী চাকমা নির্বাচিত হন। টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্লাহ বলেন, গোটাবিশ্বে ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা হলেও মূলত এটি পুরুষদের খেলা হিসেবেই পরিচিত ছিল। তবে সেই ধারনাটিতে পিছনে ফেলে বর্তমানে আন্তর্জাতিক, জাতীয় এমনকি মফস্বল পর্যায়ে প্রমীলা ফুটবলের বিস্তৃতি ঘটেছে। এরই ধারাবাহিকতায় দিরাইয়ে দেশের দূরদূরান্ত থেকে একঝাক প্রমীলা ফুটবলার এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন। এই সফলতাকে ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।


Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap