দিরাই ডিএসএস প্রি ক্যাডেট একাডেমীর ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

দিরাই প্রতিনিধি ঃ- দিরাই পৌর সদরের ডিএসএস প্রি ক্যাডেট একাডেমীতে অভিভাবক সমাবেশ ও ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রতিষ্ঠাতা পরিচালক শাহজাহান সিরাজের সভাপতিত্বে ও প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাকের পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জজকোর্টের এপিপি অ্যাডভোকেট শহীদুল হাসমত খোকন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, দিরাই সরকারি কলেজের প্রভাষক অঞ্জন দাস, মিজানুর রহমান পারভেজ, অভিভাবক আব্দুস সালাম, মোমেনা সিদ্দিকা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ শৈলেন চন্দ্র দাস। আলোচনা সভা শেষে ২০১৯ খ্রিস্টাব্দের অনুষ্টিতব্য বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানের বর্ষসেরা শিক্ষক নাদিরা বেগম, বর্ষসেরা শিক্ষার্থী সায়েম আহমদ ও শ্রেষ্ঠ অভিভাবক হিসেবে রোজিনা বেগমের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন অতিথিরা।