সারাদেশ

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন দিরাই এলংজুরী গ্রামের মুক্তিযোদ্ধা গোনেন্দ্র চন্দ্র

নিউজ ডেস্ক ঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের এলংজুরী গ্রামের বীর মুক্তিযোদ্ধা গোনেন্দ্র চন্দ্র তালুকদারের (৭০)মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানার নেতৃত্বে পুলিশের একটি দল এলংজুরী গ্রামে গোনেন্দ্র চন্দ্র তালুকদারের বাড়িতে গিয়ে তার কফিনে শ্রদ্ধা নিবেদন এবং তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে। এরপর তাকে এলংজুরী গ্রামের শ্মশানঘাটে সৎকার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধার ভাতিজা চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আতাউর রহমান, মুক্তিযোদ্ধা বিধু ভূষন রায়, প্রভাত চন্দ্র দাস, সুনীল দাস, এস আই মোঃ আব্দুল আলীম, সতীশ দাসসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, তিনি গত ২৭ জুলাই সোমবার সন্ধ্যায় বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে পরলোক গমণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি তিন ছেলে এক মেয়ে আত্মীয় স্বজন সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap