সারাদেশ
দিরাইয়ে কৃষি যন্ত্রপাতি বিতরণ

নিজস্ব প্রতিবেদক :: আসন্ন বৈশাখের প্রস্তুতি হিসেবে সুনামগঞ্জের দিরাইয়ে ৭০ শতাংশ উন্নয়ন সহায়তায় (ভর্তুকি) কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প ২য় পর্যায় এর আওতায় এবং উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির বাস্তবায়নে ৩টি হেডফিড ও ২টি ফুলফিডসহ মোট ৫টি হারভেষ্টার বিতরণ করা হয়। মঙ্গলবার বিকেলে দিরাই উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, দিরাই উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন, উপজেলা কৃষি অফিসার আবু মোহাম্মদ মনিরুজ্জামান, সিনিয়র মৎস্য অফিসার শরীফুল আলম প্রমুখ।