সারাদেশ
দিরাইয়ে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী

দিরাই প্রতিনিধি : দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে কর্তৃক দিরাই পৌর সদরে পরিচালিত বিনামুল্যে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষনার্থীদের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে প্রশিক্ষণ কার্যালয়ে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক মো. আশিক মিয়ার সভাপতিত্বে ও প্রশিক্ষক রতন সূত্রধরের সঞ্চালনায় বক্তব্য রাখেন অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, ব্যবসায়ী সুমন শহীদ, প্রশিক্ষক জলি রানী দাস, শিপা বেগম, প্রশিক্ষনার্থী নাজিরা আক্তার রিমন, আফরোজা বেগম, সাথী চন্দ, ইতি রানী শীল। উপস্থিত ছিলেন, বুবলি বেগম, হাবিবা আক্তার, তৈয়বা আক্তার, ইয়াসমিন আক্তার, জুবেলী বেগম, রোমেনা বেগম, স্নিন্ধা চক্রবর্তী, খাদিজা আক্তার তাজিন, তারিয়া বেগম প্রমুখ।
