সারাদেশ
বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ; খুশিতে কবিতা লিখলেন পরিকল্পনা মন্ত্রী

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মন্ত্রীসভায় অনুমোদন পাওয়ার পর আনন্দে জীবনের প্রথম কবিতা লিখলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। সোমবার দুপুরে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের রাজনৈতিক সচিব হাসনাত হোসেন তার ফেইসবুক পেইজে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের প্রথম প্রকাশিত কবিতাটি পোস্ট করেন। কবিতাটি হলো : ডিসেম্বরের তিরিশ দুই হাজার উনিশ হাওর বাংলার জন্য এল বড় শুভাশীষ বঙ্গকন্যা শেখ হাসিনা খুলিল দুয়ার এল মোদের বিশ্ববিদ্যালয়, খুশির জোয়ার বয়ে গেল হাওর থেকে হাওরে অপার কে রুখবে মোদের আনন্দ এবার। বঙ্গবন্ধু দিয়ে গেল স্বাধীনতা স্বভূমে বঙ্গকণ্যা আনে এবার সম্মান অসীমে ধন্য ধন্য শেখ হাসিনা তোমায় সালাম হাওরবাসীর পক্ষে আমি দিয়ে গেলাম।