
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের দিরাইয়ে দরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা খেলাঘরের অস্থায়ী কার্যালয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা খেলাঘরের আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মো. সফি উল্লাহ। উপজেলা খেলাঘরের সভাপতি শিক্ষক সুধাসিন্ধু দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রশান্ত সাগর দাসের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, সুনামগঞ্জ জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, অর্থ সম্পাদক প্রদীপ পাল, সম্পাদক মন্ডলীর সদস্য শাহীনুর। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, খেলাঘরের সহসভাপতি শিক্ষক লালবাঁশি দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ও অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, ইউপি সচিব শুভ দাস, প্রীতিডোর খেলাঘর আসর সভাপতি ঝরনা রানী দাস, ঝুটন সূত্রধর, মকসুদপুর খেলাঘর আসর সভাপতি রবিনুর আহমদ, নতুন কর্ণগাও খেলাঘর আসর সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, মজলিশপুর ইয়াং বয়েজ খেলাঘর আসর সাধারণ সম্পাদক শিমুল তালুকদার, রঞ্জু সূত্রধর, প্লাবন দাস পিংকু, গোলাপ দাস, আমির উদ্দিন, ইন্দ্রজিৎ বৈষ্ণব প্রমুখ।