সারাদেশ

মানবকল্যানে ‘দিরাই থানা পাবলিক গ্রুপ’

মনিরুল ইসলাম টিপু ঃ নিয়মের ধারাবাহিকতায় আমাদের জীবন থেকে আরো একটি বছর চলে গেলো, আগমন হলো নতুন আরেকটি বছরের। অনেকের কাছে ২০১৯ সালটা ছিল অনেক আনন্দের পাশাপাশি অনেকের কাছে অনেক কষ্টেরও। আমরা সবাই আনন্দের সময়টাকে বাদ দিয়ে কষ্টের মুহুর্তগুলোকে প্রাধান্য দিয়ে থাকি। আমাদের সবার উচিৎ কষ্টের সময়টাকে ভুলে আনন্দের সময়টাকে আকঁড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করা, যা সবার জন্যই মঙ্গলময় হবে। এতে যেমন আমাদের জীবনকে সুন্দর করে তুলতে সহায়ক হবে ঠিক তেমনি ভাবে আমাদের জীবনকে নতুন ধারায় এগিয়ে নিতে অনেকটা সাহায্য করবে। দিরাই থানা পাবলিক গ্রুপ পরিবার সবসময় আপনাদের সবার জন্য মনপ্রাণ দিয়ে দোয়া করছে, যাতে আপনাদের পুরনো বছরের সকল দুঃখ কষ্ট গ্লানি নতুন বছরের আগমনে ভুলতে সক্ষম হন। সম্মানীত পাঠকবৃন্দ, বিগত ২০১৭ সালের ৩১ ডিসেম্বর আমরা প্রতিজ্ঞা করেছিলাম মানুষের কল্যাণে কাজ করে যাবো। এই এক বছরে যতটুকু আমাদের সামর্থ্য হয়েছে তা করতে চেষ্টা করেছি। দিরাই থানা পাবলিক গ্রুপ যে সময় যার সমস্যার কথা শুনেছে ঠিক সেই সময় থেকে সাধ্যমতো চেষ্টা করে গেছে কিভাবে তার পাশে দাঁড়ানো যায় এবং যতোটুকু সম্ভব তাদের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি। এই গ্রুপ আজ পর্যন্ত যতটুকু কাজ করতে পেরেছে তা একমাত্র দিরাই থানা পাবলিক গ্রুপ এডমিন প্যানেলের প্রতিটা সদস্যের শতভাগ আন্তরিক থাকার কারণে। যে সময় যে প্রস্তাব প্যানেলে করা হয় ঠিক সেই সময় যত দ্রুত সাহায্য পৌঁছানো যায় তার ব্যাবস্থা করে দিয়েছেন প্যানেল সদস্যবৃন্দ। তাই আমি আমাদের এডমিন প্যানেল এর সম্মানীত উপদেষ্টাবৃন্দ এবং কার্যকরী পরিষদের সকল সদস্যদের জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি যাতে আগামীর প্রতিটা সময় মানব কল্যাণে তারা যেন কাজ করে যেতে পারেন। প্রবাসে থেকেও মাটি মানুষের টানে প্রিয় মাতৃভুমির কল্যাণে কাজ করে যাচ্ছেন। আর যারা দেশে আছেন তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই দিরাই থানা পাবলিক গ্রুপ। তারা রাতদিন একাকার করে কাজ করে যাচ্ছেন মানবতার কল্যাণে। আপনাদের দোয়া এবং সহযোগিতা ছাড়া আজকের এই অবস্থানে আমাদের কখনো পৌঁছানো সম্ভব ছিল না। আমরা বিশ্বাস করি মানুষ মানুষের জন্য এবং সেই বিশ্বাস থেকেই কাজ কর যাচ্ছি মানবতার কল্যাণে। আমরা বিশ্বাস করি যারা মানবপ্রেমী তাদের প্রতিও মানব কুলের প্রতিটা মানুষের দোয়া এবং ভালোবাসা থাকে এবং সেই বিশ্বাস এর জায়গা থেকে কাজ করে যেতে চাই মৃত্যুর আগ পর্যন্ত।

দিরাই থানা পাবলিক গ্রুপ ২০১৯ সালের কার্যক্রম ** দিরাই জামেয়া মাদ্রাসায় চাউল বিতরণ ** নুসরাত হত্যার প্রতিবাদে মানববন্ধন ** ক্যান্সারে আক্রান্ত নাজমিয়াকে ২ বার নগদ অর্থ সহায়তা ** দিরাই উপজেলার ৯টি ইউনিয়ন এবং একটি পৌরসভার মধ্যে ইফতার সামগ্রী বিতরন ** উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান ** চন্ডিপুরের রাহন মিয়ার স্ত্রীকে নগদ অর্থ সহায়তা প্রদান ** দিরাই পৌরসভা রাস্তার বেহাল অবস্থা নিয়ে আইন সম্পাদকের পরিচালনায় সময়োপযোগী লাইভ অনুষ্ঠান ** শ্রমিক-মালিকদের ধর্মঘটের প্রতিবাদে মানববন্ধন ** নওমুসলিম ভাইকে অর্থ ও বস্ত্র প্রদান ** ক্যান্সার আক্রান্ত তাওহিদাকে অর্থ প্রদান ** রাধানগর দাউদপুর নরোত্তমপুর রাজাপুর মাদ্রাসায় ফ্যান প্রদান ** রিকশা শ্রমিকদের মাঝে ছাতা বিতরন ** ভাটিপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও চার গ্রাম মধুরাপুর মাদ্রাসা প্রাঙ্গনে বৃক্ষরোপন ** রচনা প্রতিযোগিতা চলমান ** কালিয়াগোটা হাওর ট্রাজেডিতে নিহত পরিবারের সদস্যদের মধ্যে অর্থ সহায়তা ** মা হারা অসুস্থ ইয়াসিনকে অর্থ সহায়তা ** এম.কে যুব ও সমাজসেবা ফাউন্ডেশনকে অর্থ সহায়তা ** মজলিসপুরে অবস্থিত হালিমাতুস সাদিয়া মহিলা মাদ্রাসায় বই প্রদান ** যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন। *** এছাড়াও দিরাই থানা পাবলিক গ্রুপ সাংস্কৃতিক,সামাজিক আরো অনেক কাজে ২০১৯ সালে যুক্ত ছিল।

২০১৯ সালের মত আগত নতুন বছর-২০২০ সালেও দিরাই উপজেলার প্রতিটা দূর্যোগপূর্ণ সময়ে, প্রতিটা মানবিক, সামাজিক কাজে দিরাই থানা পাবলিক গ্রুপ কাজ করে যাবে ইনশাআল্লাহ। আর এর জন্য অবশ্যই আপনাদের সবাইকে আমরা পাশে চাই। আপনাদের সবার প্রতি আমাদের দাবি যে যতটুকু পারেন মানুষের কল্যাণে কাজ করে যান এতে আপনার দ্বারা যেমন অন্যের উপকার হবে ঠিক তার জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন। সবাইকে দিরাই থানা পাবলিক গ্রুপের পক্ষ থেকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা-২০২০। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবীল সুখ ও শান্তি, ভালো থাকাবেন এই প্রত্যাশা রইলো।

লিখক – মনিরুল ইসলাম টিপু, সাধারণ সম্পাদক দিরাই থানা পাবলিক গ্রুপ, এডমিন প্যানেল।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap