দিরাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিদেশী ও চোলাই মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে প্রায় ৫৪ হাজার টাকা মুল্যের বিদেশী ও স্থানীয়ভাবে তৈয়ারি চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলার রাজানগর ইউনিয়নের অনন্তপুর গ্রামে ও বেলা ১ টায় দিরাই পৌর সদরের হারানপুর গ্রামে সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর ইদ্রিস আলীর নেতৃত্বে এই পৃথক অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন, সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এএসআই মোতালেব আলী, এএসআই আব্দুল কাদির, এএসআই সালাউদ্দিন, সিপাহী রজত চন্দ্র দাস।
ইন্সপেক্টর ইদ্রিস আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত লালচাঁদ রবি দাসের পুত্র মদ বিক্রেতা জীবন রবি দাসের বাড়ি থেকে ২৫ লিটার চোলাই মদ ও ২০০ লিটার মদ তৈরির উপকরণ ওয়াশ জব্দ করা হয়েছে। এছাড়া দিরাই পৌর সদরের হারানপুর গ্রামের মৃত ছাওধন তালুকদারের পুত্র মাদক বিক্রেতা খোকন তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে ১৮ বোতল ভারতীয় এসি ব্লাক হুইস্কি জাতীয় মদ উদ্ধার করা হয়েছে। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। মাদক উদ্ধারের ঘটনায় উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।