শেখ হাসিনার হাত ধরেই শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ; বই বিতরণ উৎসবে ড. জয়া সেনগুপ্তা এমপি
মোশাহিদ আহমদ : কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, দিরাই শাল্লার সাংসদ ড. জয়া সেনগুপ্তা বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়া, প্রাথমিক শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে উপবৃত্তি প্রদানসহ শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন বঙ্গবন্ধু কন্যার কৃতিত্ব। তিনি বলেন, শেখ হাসিনার সরকারই সারাদেশে একযোগে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিয়ে বই উৎসবের প্রচলন করে। এই উৎসবের পূর্ণতা পেতে শিক্ষার্থীদের বিদ্যালয়ের প্রতি মনোনিবেশ বাড়াতে হবে। পড়াশোনার পাশাপশি খেলাধুলা সাংস্কৃতি চর্চা করে মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ হওয়ার পরিবেশ তৈরী করতে হবে। নতুন বইয়ের ঘ্রাণে কোমলমতি শিশুদের মনে যে আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে, বিদ্যালয়েও যেন এমনিভাবে আনন্দ উৎসবমুখর পরিবেশে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করতে পারে, এজন্য শিক্ষক ও অভিভাবদের সচেতন ভূমিকা পালন করার আহবান জানান তিনি।
বুধবার বেলা ১১ টায় দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি উপরোক্ত কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লার সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপিকা দাসের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল হালিম, এসএমসি সদস্য অভিরাম তালুকদার, গোলাম মোস্তফা সরদার রুমি, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করে শিক্ষার্থী আরিফা জাহান ও গীতা পাঠ করে মহাশ্বেতা তালুকদার রাই।
এরপর বেলা ১টায় দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে যোগ দেন ড. জয়া সেনগুপ্তা এমপি।