দিরাইয়ে নদীতে ডুবে শিশু নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে স্নিগ্ধা দাস নামের ৯বছরের এক শিশু নদীতে ডুবে নিখোঁজ হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে তার নানা বাড়ি দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের জটিচর গ্রামের পাশের সুরমা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সে। নিখোঁজ শিশু স্নিগ্ধা দাস জেলার শাল্লা উপজেলার কাশিপুর গ্রামের বিপ্রেশ চন্দ্র দাসের মেয়ে।
জানা যায়, গত শনিবার শিশুটি মায়ের সঙ্গে তার নানা মনিন্দ্র পুরকায়স্থের বাড়িতে বেড়াতে আসে। রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে বাড়ির পাশে সুরমা নদীতে আরও শিশুদের সাথে গোসল করতে যায়। এসময় নদীতে ডুব দিয়ে তলিয়ে যায় স্নিগ্ধা। স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে এসে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ৫টা) তার সন্ধান পাওয়া যায়নি বলে ফায়ার সার্ভিস জানায়।