রাজনীতি

ছাত্রদলের দূর্বার আন্দোলনের মাধম্যেই ভোটের অধিকার প্রতিষ্ঠা পাবে – নাছির চৌধুরী

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য, দিরাই শাল্লার সাবেক সাংসদ নাছির উদ্দীন চৌধুরী বলেছেন, ছাত্রদলের দূর্বার আন্দোলনের মাধম্যেই বাংলাদেশে গণতন্ত্র ভোটের অধিকার প্রতিষ্ঠা পাবে। ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি আরও বলেন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ছাত্রদলকে অতীতের ন্যায় আগামীতেও রাজপথে সক্রিয় থাকতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে। এদেশের মানুষ একদলীয় শাসনব্যবস্থা থেকে পরিত্রাণ চায়, এজন্য ছাত্রদলকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিরাই উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল সাড়ে ১০ টায় উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

দিরাই উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ শাহআলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জুনায়েদ মিয়ার পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দিরাই উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, উপদেষ্টা মন্ডলীর সদস্য রশিদ আহমদ চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক আবু সাঈদ চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা ছাত্রদল সিনিয়র সহ সভাপতি রুবেল চৌধুরী, পৌর তরুন দল সভাপতি বকুল চৌধুরী, পৌর ছাত্রদল সাধারন সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, উপজেলা ছাত্রদলের সহ সভাপতি সালমান হোসাইন, পারভেজ রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম সায়েম, পৌর ছাত্রদল সাংগঠনিক সম্পাদক নুর আহমদ, যুগ্ম সম্পাদক টিএম ফখরুল, এসআর সোহাগ, সহ সাংগঠনিক সম্পাদক ইরফান আহমদ কাওছার, পৌর ছাত্রদলের সহ সাধারন সম্পাদক খসরুজ্জামান, জাহেদ মিয়া, কলেজ ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক জাকির হোসেন, উপজেলা ছাত্রদল নেতা সোহানুর রহমান সোহান, রাকিব মিয়া, জাহেদ মিয়া, সুজাত আহমদ, জুবেদ তালুকদার, ভাটিপাড়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি গোলাম কিবরিয়া তালুকদার, কুলঞ্জ ইউনিয়ন ছাত্রদল সভাপতি জাকারিয়া আহমদ, জগদল ইউনিয়ন ছাত্রদল সভাপতি সুয়েব খা, সাধারন সম্পাদক মাহবুব আলম, যুগ্ম সম্পাদক লিমন, সোহান, পৌর ছাত্রদল নেতা রুম্মান আহমদ, কলেজ ছাত্রদল আহবায়ক শরীফ রাব্বানী, সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক কাউসার আহমদ, সাব্বির আহমদ, বিল্লাল আহমদ, শাহানুর মিয়া, শাহেল, অলিউর রহমান, মাহফুজ চৌধুরী, রায়হান মিয়া, কলেজ ছাত্রদল নেতা আক্তার, মিনহাজ, দিদার প্রমুখ।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap