নিয়ামতপুর গ্রামকে শহরে রুপান্তরিত করা হবে – শাল্লায় ড. জয়া সেনগুপ্তা এমপি
কলম শক্তি ডেস্ক ঃ দিরাই শাল্লার সাংসদ ড.জয়া সেনগুপ্তা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে প্রতিটি গ্রাম হবে শহর। গ্রামের মানুষকে সবধরণের সুযোগ সুবিধা দিতে শেখ হাসিনার সরকার অত্যন্ত আন্তরিক। শাল্লা উপজেলার নিয়ামতপুর গ্রামকে শহরে রূপান্তরিত করার ঘোষণা করতে এসেছি। এটি বাস্তবায়ন করবে অগ্রণী ব্যাংক। আগামী ১৭ মার্চের পর থেকে মুজিববর্ষ শুরু হবে। মুজিববর্ষের শুরু থেকেই গ্রামকে শহরের কার্যক্রম শুরু করবে তারা। তবে আমরা এখনো জানি না গ্রামকে ঠিক কীভাবে উন্নয়ন করবে তারা। আপনারা একটি কমিটি গঠন করে কোথায় কী কাজ করতে হবে তার একটা তালিকা দেন। ১জানুয়ারি বুধবার বিকেলে উপজেলার ২নং হবিবপুর ইউপির নিয়ামতপুর গ্রামের কালী মন্দির প্রাঙ্গণে সভাপতির বক্তব্যে গ্রামবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। এসময় উপজেলা যুবলীগের অজয় তালুকদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী, উপজেলা আ.লীগের কোষাধ্যক্ষ বিধু ভুষণ রায়, হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার প্রমুখ। এসময় গ্রামবাসী পাড়ায় পাড়ায় পাকা রাস্তার সংযোগ, বিভিন্ন স্থানে ল্যাম্পপোস্ট, টিউবওয়েল, ড্রেনেজ ব্যবস্থাসহ উন্নয়নমূলক কাজের ১৬টি তালিকা এমপির হাতে তোলে দেন। পরে জয়া সেনগুপ্তা নিয়ামতপুর গ্রামটি ঘুরে দেখেন এবং আপামর জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন। নিয়ামতপুর গ্রাম শহরে পরিণত হবে এমন ঘোষণায় গ্রামবাসী আনন্দিত। এসময় উপজেলার আ.লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।