দিরাইয়ে ‘নায়লা বেগম স্মৃতি গণ পাঠাগার’ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক ঃ দিরাইয়ে নায়লা বেগম স্মৃতি গণ পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭ টায় দিরাই কলেজ রোডের বিমান গেইট নামক স্থানে স্থাপিত পাঠাগারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পাঠাগারের প্রতিষ্ঠাতা ও দিরাই রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংঘের সভাপতি মোঃ ফারহানুল হক, সংঘের সহ সভাপতি কবি দেবাশীষ মিত্র, সুবীর দাস, সাধারণ সম্পাদক শিপলু রায়, যুগ্ম সাধারন সম্পাদক ইজাজুর রহমান ফাহিম, সাংগঠনিক আমজাদ সর্দার, সহ সাংগঠনিক তানিম আহমেদ, অর্থ সম্পাদক দিপংকর দাস, তথ্য প্রযুক্তি সম্পাদক সুপ্রজিত দাস, সহ তথ্য সম্পাদক প্রাঙ্গন রায়, সাংস্কৃতিক সম্পাদক অম্লান তালুকদার, সমাজসেবা সম্পাদক দিদার রহমান, সদস্য টুটুল দাস, অসিম, সাজু, সৌরভ প্রমুখ। প্রতিষ্ঠাতা ফারহানুল হক জানান, দিরাইয়ে জ্ঞান অর্জন ও বুদ্ধিবৃত্তির চর্চা প্রত্যয় নিয়ে গণ পাঠাগারটি স্থাপন করা হয়েছে। পাঠাগারটিতে সবধরনের বই সংরক্ষন করা হবে। দৈনিক পত্রিকা, শিশুতোষ বই, ধর্মীয়, শাস্ত্রীয়, চাকুরীর প্রস্তুতির বই সহ দেশি বিদেশি এবং স্থানীয় লেখকবৃন্দের বই থাকবে। গণ পাঠাগারে বই দান এবং বই পড়ার প্রতি দিরাইবাসীকে আহবান করেন তিনি।