খেলাধূলাজাতীয়

দিরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

দিরাই প্রতিনিধি : দিরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বত্রিশটি দলের অংশগ্রহণে বৃহৎ ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ২ টায় উপজেলার পুকিডহর গ্রামের মাঠে পুকিডহর সুর্যকিরণ স্পোর্টিং ক্লাবের আয়োজনে ১৭ তম টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশ নেয় শরীফপুর রয়েলস্ ক্রিকেট ক্লাব বনাম শ্রীধরপাশা ফ্রেন্ডস ক্রিকেট ক্লাব। চরম প্রতিদ্বন্ধীতাপুর্ণ এ ম্যাচে নিধার্রিত ওভারের ৪ বল বাকি থাকতে ১ উইকেটের ব্যবধানে ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে রয়ালস্ ক্লাব জয়লাভ করে। গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী মুসা খান জয়-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বিশিষ্ট সমাজসেবক, দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সভাপতি মো. আশিক মিয়ার সভাপতিত্বে ও আয়োজক ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জগদল ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল ইসলাম, গ্রামের শালিস ব্যক্তিত্ব মাখন মিয়া, আফতর খান, ফজলু মিয়া, আবু মিয়া, দিরাই অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, ইউপি সদস্য জাহির মিয়া, নুর আলম, সাবেক ইউপি সদস্য জমশেদ মিয়া, আয়োজক ক্লাবের সভাপতি গুলসান আহমেদ রোহেন। উপস্থিত ছিলেন, ক্লাবের অধিনায়ক ইকবাল, সদস্য এমদাদুর, রাজ্জাক, আফজল, ফরহাদ, সোহাগ, জোবায়েল, মোফাজ্জল, ইকরাম, নোমান, হোসাইন প্রমুখ। আলোচনা শেষে টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করায় মুসা খান জয় ও গ্রামের উন্নয়নে অবদান রাখায় মো. আশিক মিয়াকে ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, উপজেলার একটি প্রত্যন্ত এলাকায় বিগত ১৭ বছর ধরে ধারাবাহিকভাবে জমজমাট এই ক্রিকেট টুর্নামেন্টের সফল আয়োজন করে আসছে সুর্যকিরণ স্পোটিং ক্লাব। টুর্নামেন্টে উপজেলার নামিদামি ক্রিকেট দলগুলোর পাশাপাশি অন্যান্য উপজেলা থেকেও স্বনামধন্য ক্রিকেট ক্লাব অংশ নিচ্ছে, এজন্য সুর্যকিরণ ক্লাব অবশ্যই প্রশংসার দাবীদার। ভবিষ্যতেও এই টুর্নামেন্ট আয়োজন অব্যাহত রাখতে গ্রাম ও এলাকার পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন বক্তারা।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap