দিরাইয়ে নারায়ণগঞ্জ ফেরত দুই পরিবারের পাশে ইউএনও

বিশেষ সংবাদদাতা ঃ সুনামগঞ্জের দিরাইয়ের চান্দপুর গ্রামে নারায়ণগঞ্জ ফেরত দুটি পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফি উল্লা। শুক্রবার (২২ মে) বিকেল ৩ টায় দিরাই রক্তদাতা সংঘ’র সাধারণ সম্পাদক শিপলু রায় সঞ্জয় প্রদানকৃত ৬০ কেজি চাল পরিবার দুটির নিকট পৌঁছে দেন। জানা যায়, গতকাল বৃহস্পতিবার গ্রামের গোষ্ট লাল দাস ও গোপাল দাসের পরিবার দুটি নারায়ণগঞ্জ থেকে নিজ গ্রাম চান্দপুর আসে। স্বেচ্ছায় কোয়ারান্টাইন বিধি মেনে গ্রামবাসীর নির্ধারিত একটি ঘরে তারা অবস্থান করছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফি উল্লা জানান, বর্তমান করোনাভাইরাসের মহামারীর সময়ে তাদের আসা কাম্য নয়। তবুও আগত পরিবার দুটিকে হোম কোয়ারেন্টাইন বিধি মেনে ১৪ দিন ঘরের বাহির না যাওয়ার পরামর্শ দিয়েছি। এদিকে দিরাই রক্তদাতা সেচ্ছাসেবী সংঘ’র সাধারণ সম্পাদক শিপলু রায় সবজি ও দিরাই উপজেলা ছাত্রলীগের মহিলা বিষয়ক সম্পাদক সুইটি সূত্রধর পূজার নিজস্ব অর্থায়নে পরিবার দুটিকে ৫ কেজি আলু, ২ লিটার তেল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি লবণ, ২ কেজি চিনি,২ কেজি ডাল ও ২টি সাবান প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, দিরাই রক্তদাতা সেচ্ছাসেবী সংঘ’র সাধারণ সম্পাদক শিপলু রায় সঞ্জয়, সুইটি সূত্রধর পূঁজা, কৃষ্ণ সরকার, ঝুটন সূত্রধর প্রমুখ।