দিরাইয়ে ১৮০ জন শীতার্তকে ‘কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের’ কম্বল প্রদান
স্টাফ রিপোর্টার ঃ দিরাইয়ে ‘কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গ্রুপের উপদেষ্ঠা ও এডমিন, দেশ ও প্রবাসে অবস্থারত আঃ হাই, ছাদিকুর রহমান, খছরু মিয়া, সাব্বির খান, আব্দুল ওদুদ খান, মোঃ চাঁন মিয়া চৌধুরী, সৈয়দ উমেদ আলী, মোঃ দিদার আহমেদ ও সৈয়দ এনাম আহমদের সহযোগিতায় শুক্রবার (৩ জানুয়ারি) বেলা ৩ টায় ইউনিয়নের মিলনগঞ্জ বাজারে ১৮০ জন দরিদ্র, এতিম ও প্রতিবন্ধীদের হাতে কম্বল তুলে দেন গ্রুপের সদস্যরা।
এ উপলক্ষ্যে বিতরণপুর্ব আলোচনা সভায় সৈয়দ তহুর আলীর সভাপতিত্বে ও গ্রুপের উপদেষ্টা ইউপি সদস্য মোঃ চাঁন মিয়া চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন গ্রুপের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী ছাদিকুর রহমান, গ্রুপের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী মোঃ খসরু মিয়া। স্বাগত বক্তব্য রাখেন গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন সৈয়দ উমেদ আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন আখলাক হোসাইন, প্রতিষ্ঠাতা এডমিন মোঃ দিদার আহমদ, মোঃ জাহাঙ্গীর রিফাত, মাওলানা আতাহার আলী, মাওলানা ফয়জুল হাসান, গণমাধ্যমকর্মী মিজানুর রহমান তালুকদার, মিটু আহমেদ, মোঃ শিহাব উদ্দিন, গ্রুপ মডারেটর সৈয়দ সাবের হোসেন বিজয়, গ্রুপ মডারেটর মোঃ আখতারুজ্জামান সর্দার প্রমুখ।
বক্তারা কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমের ভুয়সী প্রশংসা করে ভবিষ্যতে এমন কর্মকান্ড অব্যাহত রাখার আহবান জানান।
উল্লেখ্য, কুলঞ্জ ইউনিয়নের উন্নয়ন ও মানবসেবার ব্রত নিয়ে ‘সকলের ঐক্য, সেবাই মোদের লক্ষ্য’ স্লোগান নিয়ে দেশ ও প্রবাসের একদল উদ্যমী যুবক ও দানশীল ব্যক্তিদের ১৩ সেপ্টেম্বর ২০১৯ ইং সনে যাত্রা শুরু করে ‘কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপ’। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছে গ্রুপটি।