জাতীয়সারাদেশ

জামালগঞ্জে হাওররক্ষা বাঁধের কাজ উদ্বোধন করলেন এমপি শামীমা শাহরিয়ার

জামালগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ সিলেট ২১ নং সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার এমপি বলেছেন, জলাবদ্ধতায় হাওরের পানি নিষ্কাসনে বিলম্বের কারনে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজেও বিলম্ব হচ্ছে। বাঁধ নির্মাণ কাজে কোন অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না । কৃষক বাঁচলে দেশ বাঁচবে । হাওরের কৃষকদের শ্রমের মূল্যায়ন, মর্যাদা ও অধিকার বাস্তবায়নে শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। জামালগঞ্জে ৬৯ টি প্রকল্পের মধ্যে এ পর্যন্ত ৫ টি প্রকল্পের কাজ শুরু হয়েছে । অচিরেই অন্যান্য বাঁধের কাজ শুরু হবে। গতকাল শনিবার বিকালে জামালগঞ্জ পাকনার হাওরের হাওর রক্ষা বাঁধ মেরামত কাজের উদ্বোধনকালে উপরোক্ত কথা বলেন তিনি । এসময় উপস্থিত ছিলেন কাবিটা স্কীম বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, পাউবোর সহকারী প্রকৌশলী মোঃ রেজাউল কবির, ইউপি সদস্য ও পিআইসির সভাপতি আলী আহমদ, ইউপি সদস্য মোশারফ হোসেন, আসাদ আলী, ইউ পি সচিব অজিত কুমার রায়, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক ,উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত আহবায়ক সামছুল আলম, ফেনারবাঁক ইউনিয়ন আওয়ামলীগের সাবেক সাধারণ সম্পাদক সুব্রত পুরকায়স্থ, উপজেলা কৃষক লীগের নেতা শেরন, রাকিব, মামুন, শুভ্র প্রমুখ।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap