দিরাইয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাবেক ছাত্রনেতাদের মিলনমেলা
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দিরাইয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচীতে অংশ নিলেন দিরাই উপজেলা ও কলেজ ছাত্রলীগের একঝাঁক সাবেক ছাত্রনেতা। দুর্দিনে পাশে থেকে দলকে সংগঠিত করার কাজে তাদের ভূমিকা ছিল অগ্রগণ্য। এঁরা হলেন, ছাত্রলীগ দিরাই ইউনিটের প্রতিষ্ঠাতা সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, সাধারণ সম্পাদক আসাদ উল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শহীদুল হাসমত খোকন, দিরাই কলেজের নির্বাচিত সাবেক ভিপি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, নির্বাচিত জিএস ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ওদুদ রেজা চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও ছাত্র সংসদের নির্বাচিত সাবেক সদস্য জিয়াউর রহমান লিটন, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কলিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য টিটু রহমান, দেবাশীষ রায় রিংকু, অনুপম রায়, সাবেক ছাত্রলীগ নেতা আঙ্গুর মাহমুদ, শাহীন রেজা, কামনাশীষ রায় প্রমুখ।
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসাধারণ সম্পাদক ও দিরাই উপজেলা ছাত্রলীগ নেতা মো. সোহেল মিয়া ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব রায় বলেন, ছাত্রলীগের দুর্দিনে যারা দলের জন্য কাজ করেছেন, সেই সিনিয়র নেতৃবৃন্দকে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে কাছে পেয়ে আমরা দিরাই ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা অনুপ্রানিত উজ্জীবিত। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে দিরাই ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা অনেককেই আমরা যথাযথভাবে স্মরণ করতে পারিনি, এজন্য আমরা সেই শ্রদ্ধেয় ব্যক্তিবর্গের কাছে ক্ষমাপ্রার্থী। ভবিষ্যতে ছাত্রলীগের যেকোন কর্মসূচিতে উনাদের সামনের কাতারে রেখে বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার সৈনিক হিসেবে কাজ করে যাবে দিরাই ছাত্রলীগ।