পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সুনামগঞ্জবাসীর গর্ব ; নুরুল হুদা মুকুট
কলম শক্তি ডেস্ক ঃ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেছেন, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের প্রচেষ্টায় সুনামগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল হচ্ছে, টেক্সটাইল ইনস্টিটিউট হয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদিত হয়েছে, আজকে প্রত্যেক যুগে, প্রত্যেক সময় এক এক ক্ষণজন্মা পুরুষ জন্ম হয়, তার অবদানে ও তার চেষ্টায় জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে সেগুলো নিয়ে এসেছেন। আপনারা জানেন সুনামগঞ্জ থেকে সিলেটে ১৩ ব্রিজ নির্মাণ করেছেন, আরো অনেক অজানা উন্নয়ন করেছেন তিনি। তিনি সবসময় মানুষের উন্নয়নের জন্য কাজ করেছেন, নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নয়। এমএ মান্নান নিজের ভাগ্যের পরিবর্তন না করে মানুষের ভাগ্যের পরিবর্তন করেছেন। মানুষের উন্নয়নে কাজ করেছেন। ১৯৯৬ সালে বালুর মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন গোপালগঞ্জের উন্নয়ন হলে সুনামগঞ্জের উন্নয়ন হবে। আজকে প্রমান করেছেন গোপালগঞ্জের উন্নয়ন যতটুকু হয়েছে সুনামগঞ্জের উন্নয়ন ততটুকু হয়েছে এমএ মান্নান সাহেবের মাধ্যমে। তিনি আরো বলেন, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জবাসীর গর্ব। উনি কারো ব্যক্তিগত সম্পদ নয় উনি সুনামগঞ্জের মানুষের সম্পদ। আমি দোয়া করি আল্লাহ যেনো উনাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন এবং আমাদের সুনামগঞ্জের অসম্পূর্ণ যে কাজগুলো আছে সেগুলো যেনো তিনি সম্পূর্ণ করে দিয়ে যেতে পারেন। রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে সুনামগঞ্জ জেলা প্রশাসনে আয়োজনে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে আলোচনা সভায় বিশেষ অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরীর যৌথ সঞ্চালনায় ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। এসময় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের সাংসদ জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর মিসবাহ, সংরক্ষিত মহিলা সাংসদ অ্যাড. শামীমা শাহরিয়ার, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, দোয়ারাবাজার উপজেলা সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতিক প্রমুখ।
সংগৃহীত – নিউজ সুনামগঞ্জ