দিরাইয়ে শহীদ জননী ফুলজান বিবি’র দাফন সম্পন্ন
দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু’র মাতা বেগম ফুলজান বিবিকে (১০০) বিশেষ সম্মানে দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বাদ জোহর রফিনগর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত শতবর্ষী ফুলজান বিবির জানাযায় অংশ নেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, ডি এফ আফজল হোসেন, দিরাই উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ, ইউপি চেয়ারম্যান রেজুয়ান হোসেন খান, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি জাহেদ মিয়াসহ এলাকার লোকজন। জানাযা শেষে মাদ্রাসা সংলগ্ন গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে গত রোববার বিকেলে রফিনগর গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি। শহীদ জননীর মৃত্যুতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, দিরাই প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, নুরুল ইসলাম নুরু সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা শহীদ সমাধি সৌধে সমাহিত ৪৮ জন বীর শহীদের একজন।