কলম শক্তি ডেস্ক ঃ সুনামগঞ্জের দিরাইয়ের সাড়ে ৫ বছরের শিশু তুহিন মিয়া হত্যা মামলায় তার বাবা ও তিন চাচার বিরুদ্ধে বিচারকাজ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদারের আদালতে আলোচিত এই মামলার অভিযোগ গঠন করা হয়। মামলার অপর চার্জশীটভূক্ত আসামি তুহিনের চাচাতো ভাই শাহরিয়ারের বয়স কম হওয়ায় শিশু আদালতে পাঠানো হয়েছে। গত ৩০ ডিসেম্বর তুহিন হত্যাকান্ডের আড়াই মাস পর আনুষ্ঠানিকভাবে মামলার চার্জশিট আদালতে প্রেরণ করেছিল পুলিশ। মামলায় যাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে তারা হলেন, তুহিনের বাবা আব্দুল বাছির (৪০), চাচা আব্দুল মোছাব্বির (৪৫), জমসেদ আলী (৬০) ও চাচা নাসির উদ্দিন (৩৫) ও ১৭ বছর বয়সী চাচাতো ভাই শাহরিয়ার। গত ১৩ অক্টোবর রাতে সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউরা গ্রামে নিজ বসতঘর থেকে তুলে নিয়ে জবাই করে হত্যা করা হয় শিশু তুহিনকে। পরে তার দুই কান ও লিঙ্গ কেটে দুটি ছুরি পেটে ডুকিয়ে গাছে ঝুলিয়ে রাখা হয়। নৃশংস এ ঘটনায় দেশবাসী প্রতিবাদে ফেটে পড়ে। নানা কর্মসূচি পালিত হয়। ঘটনার দুইদিন পর তুহিনের মা মনিরা বেগম অজ্ঞাতনামা ১০-১২ জন আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরদিন রাতেই পরিবারের ৭জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। ৫জনকে রেখে চাচাতো বোন ও চাচীকে ছেড়ে দেয়। ঘটনার দুইদিন পর তুহিনের বাবা ও তিন চাচাকে রিমা-ে নিলে চাচা ও চাচাতো ভাই হত্যাকান্ডে কথা স্বীকার করে। পরবর্তীতে বাবাকে আরো ৫ দিনের রিমা- নেওয়া হয়েছিল। দুই দফা রিমান্ডে সন্তান হত্যার কথা স্বীকার করেননি বাবা। তবে পুলিশী তদন্তে বাবাসহ ৫জনই হত্যাকান্ডে জড়িত বলে চার্জশীট দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে আদালতে অভিযোগ গঠনের শুনানিতে বাদী পক্ষে উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর শামসুন্নাহার বেগম শাহানা। এডভোকেট শামসুন্নাহার বেগম শাহানা বলেন, তুহিনের বাবা ও তিন চাচার বিরুদ্ধে দন্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। চাচাতো ভাইয়ের বয়স কম হওয়ায় তাকে শিশু আদালতে হস্থান্তর করা হয়েছে।