জাতীয়সারাদেশ

সুনামগঞ্জে মুজিব বর্ষের ক্ষণগণনা অনুষ্ঠানে জনতার ঢল

কলম শক্তি ডেস্ক ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনে মুজিব বর্ষের আনুষ্ঠানিক ক্ষণগণনা শুরু হয়েছে। শুক্রবার বিকেলে সারাদেশের ন্যায় সুনামগঞ্জে মুজিববর্ষের ক্ষণগণনা অনুষ্ঠান দেখতে ঐতিহ্য যাদুঘর ক্যাম্পাসে ছুটে আসেন হাজারো জনতা। জেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ, ছাত্র লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ জনতা অংশ নেন। বিভিন্ন বয়সের নারী ও পুরুষসহ শিশুরাও ক্ষণগণনা অনুষ্ঠান দেখতে ছুটে আসেন। পরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকার তেঁজগাঁও বিমানবন্দর থেকে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি মুুজিবর্ষের ক্ষণগনণা অনুষ্ঠান পরিচালিত হয়। জাতির জনকের কন্যা শেখ রেহানা ও শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়কে নিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই অনুষ্ঠান বিটিভিতে প্রচারিত হয়। সেটি সরাসরি বড় পর্দায় সুনামগঞ্জেও ঐতিহ্য যাদুঘর ক্যাম্পাসে দেখানো ব্যব্সথা করা হয়। এর আগে পুরো ঐতিহ্য যাদুঘরকে আলোকিত করে চারপাশ দৃষ্টিনন্দন করে সজ্জিত করা হয়। অনুষ্ঠান সরাসরি দেখতে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরে শিক্ষক, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, আইনজীবী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধিসহ সাধারণ দর্শণার্থীরা বিকেল ৩টা থেকেই ছুটে আসেন। উৎসবে পরিণত হয় এলাকা। বিকাল ৫ টায় শুভেচ্ছা বক্তব্য শেষে বেলুন ওড়িয়ে কম্পিউটারে মাউসের সাহায্যে ক্ষণগণনা যন্ত্রে মজিবর্ষ উদযাপনের কাউন্টডাউনের উদ্বোধন করেন প্রধামমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশের মতো সুনামগঞ্জেও ঝাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষণগণনা অনুষ্ঠান আয়োজন করে জেলা প্রশাসন। এসময় ব্যক্তিবিশেষদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বিরোধী দলীয় হুইফ অ্যাড. ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর মেয়র নাদের বখত পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান, সাবেক সংসদ সদস্য অ্যাড. শামছুন্নাহার বেগম শাহানা রাব্বানী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আফতাব উদ্দিন, শফিকুল আলম, সাধারণ সম্পাদক এম এনামুল কবির ইমন, জেলা মুক্তিযোদ্ধা কমা-ের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী নুরুল মোমেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন,নান্টু রায়, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জুনেদ আহমদ, কোষাধ্যক্ষ ইশতিয়াক শামীম, রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক মতিউর রহমান পীর, জেলা পরিষদ সদস্য ফোজি আরা শাম্মী, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নূরে আলম সিদ্দিকী উজ্জ¦ল,ত্রান সমাজকল্যাণ সম্পাদক শাহ আবু নাছের, সদস্য রেজাউল আলম নিক্কু, মুক্তিযোদ্ধা আলী আমজাদ, আবু সুফিয়ান, মালেক হোসেন পীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, প্রদীপ পাল নিতাই, বিশিষ্ট ব্যবসায়ি জিয়াউল হক, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, নারী নেত্রী শীলা রায়, সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জ রিপোর্টার্স লতিফুল রহমান রাজু, শ্রমিকলীগের সভাপতি সেলিম আহমদ, যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংকর কান্তি দে, সাধারণ সম্পাদক রিপন আহমদ প্রমুখ।

সূত্র ঃ হাওর টুয়েন্টিফোর

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap