দিরাইয়ে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা
দিরাই প্রতিনিধি : বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে দিরাই উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় দ্বিতীয় দিনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল ১১ টায় দিরাই উপজেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর স্থানীয় বিএডিসি মাঠে ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নিবার্হী অফিসার মো. সফি উল্লাহ’র সভাপতিত্বে ও উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা তাপস রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, ওসি কে এম নজরুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সহসভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, সোহেল আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা। উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের নিবার্হী সদস্য রুকনুজ্জামানসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ। এছাড়াও দিনব্যাপি ‘বঙ্গবন্ধুর জীবনভিত্তিক স্থিরচিত্র প্রদর্শন’, বেলা ৩ টায় গণমিলনায়নে শিশু কিশোরদের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা’ সন্ধ্যায় বিএডিসি মাঠে স্থানীয় শিল্পীদের অংগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত সাড়ে ৭ টায় ঢাকায় আয়োজিত ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ প্রোগ্রাম স্যাটেলাইটের মাধ্যমে এলইডি পর্দায় সরাসরি সম্প্রচার ও রাত সাড়ে ৮ টায় বিএডিসি মাঠে বর্ণিল আতশবাজি অনুষ্ঠিত হয়।